প্রকাশিত: Mon, Dec 19, 2022 7:02 AM আপডেট: Tue, Apr 29, 2025 11:09 PM
দেশ গড়ার লক্ষ্যে সঠিকভাবে দুর্নীতি দমনে কাজ করতে হবে: দুদক চেয়ারম্যান
মনজুর এ আজিজ: আমরা একটি উন্নত দেশ উপহার দিতে চাই। আর এ লক্ষ্যে আমাদের সঠিকভাবে দুর্নীতি দমনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এসময় তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
রোববার মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক, দুদক সচিব মো. মাহবুব হোসেন, সকল মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ। এছাড়াও অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন সকল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও সমন্বিত জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালকগণ।
কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদেরকে প্রকৃত ইতিহাস জানতে হবে। ইতিহাস ঘেঁটে প্রকৃত সত্য জানতে হবে এবং তা উপলব্ধি করতে হবে। আগামী প্রজন্মকে শেখাতে হবে। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। পরিবারের মা বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সকল স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী বক্তব্য থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেগুলোকে ধারণ করতে হবে এবং কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হবে। প্রকৃত দেশপ্রেমিকগণ কখনো দুর্নীতিগ্রস্থ হতে পারেনা। দেশকে ভালবাসলে কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে দেশের ক্ষতি করতে পারে না। আমাদের প্রশ্ন রাখতে হবে নিজের কাছে, আমরা নিজেরা দুর্নীতিমুক্ত কিনা। আত্মসমালোচনার মাধ্যমেই আমরা সংশোধন হতে পারব। এতে আমাদের দেশ থেকে দুর্নীতি দূর হবে।
কমিশনার মোজাম্মেল হক খান বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা এখনও সেই সংগ্রাম করে যাচ্ছি। সংগ্রামের সফল হতে হলে আমাদের কথা, কাজ ও আচরণে সমন্বয় থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদের প্রকৃত অর্থে তাঁকে অনুসরণ করতে হবে এবং আমাদের কাজে তার বাস্তব প্রতিফলন থাকতে হবে।
কমিশনার জহুরুল হক বলেন, আমরা স্বাধীনতার পর গত ৫১ বছরে অনেক সূচকে এগিয়েছি। কিন্তু দুর্নীতি বন্ধ করতে না পারলে আমাদের এই উন্নতি টেকসই হবে না। দুঃখজনকভাবে অগ্রগতির পাশাপাশি আমাদের সমাজে বৈষম্যও বেড়েছে। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন
[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন
[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
[১]আদম তমিজী হককে আরারও রিহ্যাব সেন্টারে পাঠালো ডিবি
[১]পদ্মা নদীকে বালু খেকোদের কবল হতে রক্ষা করতে কঠোর অবস্থানে নাজিরগঞ্জ নৌপুলিশ
[১]ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত
[১]কলেজ ছাত্রী মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জন

[১]সুপ্রিমকোর্টে মারামারি: আইনজীবী যুথিসহ চারজনের আগাম জামিন

[১]জবির বরখাস্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
